بسم الله الرحمن الرحيم
সর্বশেষ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বিভিন্ন বর্ণনার (হাদিস) আলোকে এটা প্রমাণিত যে, বর্তমান ইসলামি চান্দ্র (হিজরি) শতাব্দীই হলো মুসলিম উম্মাহর শেষ শতাব্দী। এ পরিপ্রেক্ষিতে, যখন এই অমূল্য হাদিসগুলো ইশারা করে যে মুসলিম উম্মাহর বয়স ১৫০০ হিজরি বছর অতিক্রম করতে পারে না, এ ব্যাপারটিও প্রতিষ্ঠিত হয়ে যায় যে, সহিহ হাদিসসমূহে ক্বিয়ামতের যে ছোট আলামতগুলো বর্ণিত হয়েছে তা সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন বড় আলামতগুলোর সময় এসেছে।
ছোট আলামতগুলো আলাদা আলাদাভাবে দেখার আগে, ক্বিয়ামতের আলামতগুলোর শ্রেণিবিভাগ সম্পর্কে বোঝা জরুরি।
রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ক্বিয়ামতের পূর্বের ঘটনাবলি, ফিতনা-ফাসাদ সম্পর্কে বর্ণনা করে গেছেন। কিন্তু এই অমূল্য হাদিসগুলোতে আলামতগুলোর কোনটি কোন শ্রেণিতে পড়ে তা তিনি বলে যাননি। ইসলামি ক্বিয়ামত বিশেষজ্ঞরা এই ঘটনাবলি বা আলামতগুলোকে দু ভাগে ভাগ করেছেন। আমরা যদি আরও বিশ্লেষণ করি, তাহলে আমরা এগুলোকে তিন ভাগে ভাগ করতে পারবো।
১। ছোট আলামত
ছোট আলামতগুলো হচ্ছে বড় থেকে ছোট ঘটনা, দুর্ঘটনা এবং ফিতনা যা সারা পৃথিবীতে সংঘটিত হয়, কিন্তু এগুলোর মধ্যে প্রকৃতির নিয়ম বিরোধী কিছু থাকে না। উদাহরণস্বরূপঃ যুদ্ধ-বিগ্রহ, মহামারী, বিভিন্ন সরকারের আসা-যাওয়া, বিভিন্ন জাতির উত্থান-পতন, বন্যা, ভূমিকম্প, বৃষ্টি, ব্যাপক হত্যা এবং অনূরূপ ঘটনা যা পৃথিবীতে ঘটতে থাকে। পুনরুত্থানের আলামতগুলোর মধ্যে এ আলামতগুলোকে ছোট আলামত বলা হয়। এটা অবশ্য জরুরি নয় যে, ঘটনাগুলোও ছোটখাটো হবে, এর প্রভাব ছোট বা বড় যেকোনো রকম হতে পারে।উদাহরণস্বরূপঃ মঙ্গোলদের দ্বারা মুসলিমদের হত্যাযজ্ঞ, বিশাল মুসলিম সাম্রাজ্যের পতন ইত্যাদি। ছোট আলামতগুলো অসংখ্য, নিচে আমরা এই আলামতগুলো বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ।
২। বড় আলামত
বড় আলামতগুলো হচ্ছে এমন সব ঘটনা বা ফিতনা যার প্রভাব পুরো মানব জাতির উপর পড়বে। এই ঘটনাগুলো হচ্ছে এমন সব ঘটনা যা মানবজাতির সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত ঘটেনি। এগুলোর ঘটে যাওয়ার মধ্যে পদার্থবিজ্ঞানের ব্যাখ্যাতীত বা অতিপ্রাকৃতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বড় আলামতগুলোর মধ্যে আমরা চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বলতে পারিঃ
(ক) ইমাম মাহদীর আগমন।
(খ) দাজ্জাল/অ্যান্টিক্রাইস্টের আগমন।
(গ) প্রতিশ্রুত মসীহ বা যীশুর আগমন।
(ঘ) ইয়াজুজ-মাজুজ/গগ-ম্যাগগের আক্রমণ।
এখানে লক্ষণীয় যে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের অমূল্য হাদিসগুলোতে উপর্যুক্ত বড় আলামতগুলোর ক্রম উল্লেখ করা আছে, এবং এটা প্রমাণিত যে তারা এই ধারা অনুযায়ীই সংঘটিত হবে। তাই কোনো দাবীদার বা ভণ্ড প্রচারকের ষড়যন্ত্র সত্যকে গোপন করতে পারে না। এ ব্যাপারে নিশ্চিত থাকুন যে, উপর্যুক্ত আলামতগুলো উপর্যুক্ত ধারা অনুযায়ী সংঘটিত হওয়া এখনো বাকি আছে।
প্রত্যেকটি বড় আলামত বিশদভাবে আলোচনা করার দাবি রাখে, তাই শীঘ্রই এগুলোর প্রত্যেকটির ব্যাপারে কিছু বিস্তারিত রচনা উপস্থাপন করার আকাঙ্ক্ষা আছে। এই রচনাটির উদ্দেশ্য ছোট আলামতগুলো।
৩। সংঘটনের আলামত
বড় আলামতগুলো প্রকাশিত হওয়ার পর, তওবার দরজা বন্ধ হয়ে যাবে; অন্যভাবে
বলতে, ক্বিয়ামতের আসল ঘটনাগুলো সংঘটিত হতে থাকবে। এই আলামতগুলো
নিম্নরূপঃ
- পশ্চিম দিক থেকে সূর্যোদয়
- দাব্বাতুল-আরদ (যমীনের জন্তু)
- কা’বার ধ্বংস
- ইয়েমেনের আদান নামক স্থানে নীচ ভূমি থেকে প্রকাশিত আগুন
ছোট লক্ষণগুলোর বিস্তারিত চেহারা
ছোট লক্ষণগুলোর সম্পূর্ণ হওয়া এতটাই সুস্পষ্ট যে একটি ছোট শিশুও তা বুঝতে পারবে। নিচে আমরা ছোট লক্ষণগুলোর একটি বিস্তারিত তথ্যভাণ্ডার তৈরি করছি এবং বের করার চেষ্টা করছি আদৌ নিম্নোক্ত লক্ষণগুলো সম্পূর্ণ হয়েছে কি না।
ক্রমিক নং | ছোট আলামত | মান | সম্পূর্ণ নাকি নয়? |
---|---|---|---|
১ | জ্ঞান তুলে নেওয়া হবে | সহিহ (বিশুদ্ধ) [1]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ আমরা এই তথ্যের যুগে তথ্যের সমুদ্র দেখতে পাই, কিন্তু জ্ঞান অপ্রতুল। জ্ঞান আপনাকে আপনার সৃষ্টির দিকে ধাবিত করে, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে দৃষ্টি দিতে সাহায্য করে। তথ্য আপনাকে আপনার বাহ্যিক পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখে। |
২ | ঘন ঘন ভূমিকম্প | সহিহ (বিশুদ্ধ) [2]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ পৃথিবীতে অনেক ভূমিকম্প হয়েছে। সবসময়ই পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। |
৩ | সময় দ্রুত বয়ে যাবে | সহিহ (বিশুদ্ধ) [3]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ সময়ের বরকত চলে গিয়েছে। সবাই সময়ের স্বল্পতা প্রত্যক্ষ করছে। |
৪ | বিশৃঙ্খলা সাধারণ ব্যাপার হয়ে যাবে | সহিহ (বিশুদ্ধ) [4]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ বর্তমানে পুরো পৃথিবীতে এমন জায়গা পাওয়া দুষ্কর যেখানে লোভ-লালসা ও দুর্নীতি নেই। শ্রীলঙ্কার সংঘাত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের যুদ্ধ, আমেরিকার জাতিগত সংঘর্ষ ইত্যাদি। |
৫ | ব্যাপক হত্যাযজ্ঞ হবে | সহিহ (বিশুদ্ধ) [5]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ খুন বা হত্যা থেকে পৃথিবীর কোনো স্থান নিরাপদ নয়। প্রায়ই খুনী জানে না কেন সে খুন করছে আর নিহতও জানে না কেন সে খুন হলো। |
৬ | সম্পদের এতো প্রাচুর্য হবে যে তা উপচে পড়বে | সহিহ (বিশুদ্ধ) [6]সহিহ বুখারী # ১০৩৬ | সম্পূর্ণ বর্তমানে আমাদের এতো ধন-সম্পদ ও স্বাচ্ছন্দ্য আছে যা প্রাচীনকালের রাজা-বাদশাহরা কল্পনাও করতে পারতো না। এ আলামতের শেষাংশ বড় আলামতের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইমাম মাহদীর শাসনামলে সম্পদের প্রাচুর্য হবে। ইমাম মাহদীর আগমন একটি বড় আলামত, যার সময় হয়ে এসেছে। |
৭ | মক্কার হজ্জ বন্ধ হয়ে যাবে | সহিহ (বিশুদ্ধ) [7]সহিহ বুখারী # ১৫৯৩ | সম্পূর্ণ নিকট অতীতে বাইতুল্লাহর হজ্জ নানা সময়ে বন্ধ থেকেছে। করোনাকালীন সময়ে মক্কা প্রায় জনশূন্য ছিল। এ আলামতের একটি অংশ বড় আলামতগুলোর পরবর্তীতে প্রকাশিত হবে। মুসলিমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মক্কার হজ্জ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। |
৮ | মাদকাসক্তি বৃদ্ধি পাবে | সহিহ (বিশুদ্ধ) [8]সহিহ বুখারী # ৬৮০৮ | সম্পূর্ণ মাদকাসক্তি বর্তমানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মুসলিমপ্রধান দেশগুলোতেও এটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। |
৯ | অশ্লীলতার প্রসার ঘটবে | সহিহ (বিশুদ্ধ) [9]সহিহ বুখারী # ৬৮০৮ | সম্পূর্ণ অশ্লীলতা ও ব্যভিচার সাধারণ হয়ে গিয়েছে। এতটাই যে পৃথিবীর অধিকাংশ স্থানে এটিকে মন্দ মনে করা হয় না। আল্লাহ তা'আলা আমাদের এ সমস্ত গুনাহ হতে হেফাজত করুন। |
১০ | নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বৃদ্ধি পাবে | সহিহ (বিশুদ্ধ) [10]সহিহ বুখারী # ৬৮০৮ | সম্পূর্ণ জরিপ অনুযায়ী, পৃথিবীতে গত বেশ কিছু দশকে নারীদের সংখ্যা, পুরুষদের ছাড়িয়ে গেছে। হাদিসের দ্বিতীয় অংশ অর্থাৎ একজন পুরুষের দায়িত্বে থাকবে ৫০ জন নারী; বড় আলামতগুলোর মাঝখানে দৃশ্যমান হবে। এটা ঘটবে ভারত বিজয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পর; এবং এই দুটো যুদ্ধই ইমাম মাহদীর উপস্থিতিতে সংঘটিত হবে। |
১১ | মানুষ বাঁচার চেয়ে মৃত্যুকে পছন্দ করবে | সহিহ (বিশুদ্ধ) [11]সহিহ বুখারী # ৬৬৩০ ( ইসলামিক ফাউন্ডেশন ) | সম্পূর্ণ আত্নহত্যা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে এবং বিশ্বের বেশ কিছু দেশে বৈধতা পেয়েছে। |
১২ | মুসলিম বনাম মঙ্গোল যুদ্ধ | সহিহ (বিশুদ্ধ) [12]সহিহ বুখারী # ২৯২৮ | সম্পূর্ণ (*মুসলিমদের ওপর মঙ্গোলদের আক্রমণ শুরু হয় ১২১৭ সালে এবং তা ১৩০৫ সাল পর্যন্ত স্থায়ী হয়। মঙ্গোলরা হালাকু খাঁর নেতৃত্বে আব্বাসীয় খিলাফতের রাজধানী ইরাকের বাগদাদ ১২৫৮ সালে হামলা করে এবং এটি মাত্র ১৩ দিন স্থায়ী হয়। আর আব্বাসীয় খিলাফতের পতন ঘটে। পরবর্তীতে মুসলিম মামলুক সালতানাতের হাতে মঙ্গোলদের ইতিহাসের প্রথম পরাজয় ঘটে। - অনুবাদক) |
১৩ | ত্রিশজন ভণ্ড নবীর আবির্ভাব | সহিহ (বিশুদ্ধ) [13]সহিহ বুখারী # ৩৬০৯ | সম্পূর্ণ মিথ্যা দাবিদারদের তালিকাটি লম্বা। এই শৃঙ্খলটি মুসাইলামা কাযযাব থেকে শুরু করে মির্জা গোলাম আহমদ ক্বাদিয়ানী, ইউসুফ কাযযাব এবং অভিশপ্ত আহমদ ঈসা পর্যন্ত চলে এসেছে। এমনকি এই তালিকাটি হয়তো ত্রিশও ছাড়িয়ে গিয়েছে (আল্লাহু আ'লাম)। (*যদি তালিকাটি ত্রিশ ছাড়িয়েও গিয়ে থাকে তবে তা সহিহ হাদিস বিরোধী নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এখানে অন্ততপক্ষে ত্রিশজন বুঝিয়েছেন। অর্থাৎ ত্রিশজন মিথ্যুকের আবির্ভাব না হওয়া পর্যন্ত ক্বিয়ামত হবে না। এরপর যেকোনো সময় ক্বিয়ামত ঘটতে পারে এবং সেই ফাঁকে আরও কিছু মিথ্যুকের আত্নপ্রকাশ ঘটতে পারে। -অনুবাদক) |
১৪ | আরবে মূর্তিপূজার প্রত্যাবর্তন | সহিহ (বিশুদ্ধ) [14]সহিহ বুখারী # ৭১১৬ | সম্পূর্ণ একটি নয় বরং বহু হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আরব ভূমিতে যেখানে নিয়মিত মূর্তিপূজা করা হয়। উদাহরণস্বরূপঃ ১। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মন্দিরের কাজ উদ্বোধন করেন। এটি ২০২০ সালে সম্পূর্ণ হবার কথা। ২। এছাড়া বাহরাইনে ৮টি, দুবাইতে ৪টি, ওমানে ২টি এবং ক্বাতার, ইয়েমেন ও ইরানে ১টি করে মন্দির রয়েছে। (*৪ বছর আগের প্রাপ্ত তথ্য অনুযায়ী) |
১৫ | হেজায থেকে প্রকাশিত আগুন যা বুসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে | সহিহ (বিশুদ্ধ) [15]সহিহ বুখারী # ৭১১৮ | সম্পূর্ণ এ আগুন ১২৫৬ সালে মদিনার নিকটস্থ আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাতের মাধ্যমে প্রকাশ পায়। |
১৬ | উঁচু উঁচু ইমারত তৈরিতে লোকেরা প্রতিযোগিতা করবে | সহিহ (বিশুদ্ধ) [16]সহিহ বুখারী # ৭১২১ | সম্পূর্ণ সারা বিশ্বে মানুষ উঁচু অট্টালিকা তৈরিতে প্রতিযোগিতা করছে। |
১৭ | মুসলিমরা ইহুদী খ্রিস্টানদের অনুকরণ করবে | সহিহ (বিশুদ্ধ) [17]সহিহ বুখারী # ৭৩২০ | সম্পূর্ণ এটির জন্য একটি বিস্তারিত লেখার প্রয়োজন, কিন্তু সংক্ষেপে বলতে মুসলিমরা ইহুদী খ্রিস্টানদের অন্ধ অনুকরণে খুব কমই ছাড় দিচ্ছে। মুসলিমরা ইহুদী খ্রিস্টানদের সমপদ্ধতি অবলম্বন করছে তারা ঠিক বা ভুল যাই করুক। |
১৮ | দাসী তার মনিবকে জন্ম দেবে | সহিহ (বিশুদ্ধ) [18]সহিহ মুসলিম # ১০ | সম্পূর্ণ যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, এই অসাধারণ হাদিসটি বাস্তবায়িত হয়ে গিয়েছে। ১। সন্তানেরা তাদের মার সাথে দাসীর মত আচরণ করছে। ২। অতীতে মনিবেরা দাসীদের থেকে সন্তান লাভ করতো। (*ক্বিয়ামতের নিকটবর্তী সময়ে যখন ইমাম মাহদীর নেতৃত্বে বড় বড় যুদ্ধ হবে বা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে তখনও অনেক পুরুষ ও নারীকে দাস- দাসী হিসেবে বন্দি করা হবে। তখনও মনিবেরা পূর্বের মত দাসীদের থেকে সন্তান লাভ করবে।- অনুবাদক) পিতার সাথে সম্পর্কযুক্ত করে এই সন্তানও আসলে তার মায়ের মনিবের মতোই হবে। আল্লাহু আ'লাম। |
১৯ | মুসলিমরা রোম সাম্রাজ্য দখল করবে | সহিহ (বিশুদ্ধ) [19]সহিহ বুখারী # ৬৬৩০ ( তাওহীদ পাবলিকেশন্স ) | সম্পূর্ণ সাহাবাদের (রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সাথীবৃন্দ) সময়কালে মুসলিমরা (*৬৩৬ সালে উমার রাদ্বিয়াল্লাহু 'আনহুর খিলাফতকালে সিরিয়ায়ে অবস্থিত ইয়ার্মুকের যুদ্ধে সেনাপ্রধান খালিদ ইবনে ওয়ালিদ রাদ্বিয়াল্লাহু 'আনহুর নেতৃত্বে রোম বা বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের বাহিনীকে পরাজিত করে এবং এঁর মাধ্যমেই মূলত আল্লাহর ইচ্ছায় সিরিয়ায় খ্রিস্টান বা রোমান শাসনের অবসান ঘটে। মুসলমানরা মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এছাড়াও ১৪৫৩ সালে মুসলমানদের ইতিহাসে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মাদ (আল-ফাতেহ) সর্বপ্রথম ১৫০০ বছর জুড়ে টিকে থাকা প্রায় অপরাজেয় বাইজেন্টাইনদের রাজধানী কনস্টান্টিনোপল আলহামদুলিল্লাহ জয় করেন।- অনুবাদক) |
২০ | পৃথিবীর তিন দিকে ভূমিধ্বস | সহিহ (বিশুদ্ধ) [20]সুনান আত তিরমিজী # ২১৮৩ | সম্পূর্ণ পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভূমিধ্বস একটি মোটামুটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। পূর্ব- পশ্চিমে নানা স্থানে এরকমটি ঘটেছে- ঘটছে। (*এছাড়াও বেশ বড় আকারে পৃথিবীর তিন দিকে ক্বিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে প্রকাশ পাবে বলে হাদিস অনুযায়ী আলেমদের অভিমত রয়েছে।- অনুবাদক) ইমাম মাহদীর বা'য়াতের সময়ও বিশেষ একটি ভূমিধ্বস সংঘটিত হবে। একটি বাহিনী তাঁকে হত্যার জন্য প্রেরিত হবে, কিন্তু আল্লাহ তাদেরকে মক্কা ও মদিনার মাঝে বাইদাহ নামক উপত্যকায় ভূগর্ভে তলিয়ে দেবেন। |
২১ | নিকৃষ্ট ও নির্বোধ লোকেরা সবচেয়ে সফল ও সম্মানিত হবে | সহিহ (বিশুদ্ধ) [21]সুনান আত তিরমিজী # ২২০৯ | সম্পূর্ণ অতীতে সম্মান ও কতৃত্ব অর্জন করা সহজ ছিল না। শুধুমাত্র যারা সবচেয়ে বিজ্ঞ, সাহসী আর সুদক্ষ প্রমাণিত হতো কেবলমাত্র তাঁরাই রাজত্ব এবং জনগণের সম্মান লাভ করতো। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি আগমনের ফলে প্রত্যেকটি জাতির সবচেয়ে নিকৃষ্ট ও অযোগ্য লোকদেরই সংখ্যাগরিষ্ঠ মূর্খ, অজ্ঞ এবং প্রবৃত্তি-পূজারী আমজনতা নির্বাচন করছে ও সম্মান দিচ্ছে; যেখানে প্রকৃত সম্মানিত লোকেরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছে। এছাড়াও পুঁজিবাদী ব্যবস্থার সুবাদে শাসকরা দেউলিয়া আর অকর্মণ্য হয়ে পড়ছে। |
নতুন লেখাগুলোর আপডেট পেতে আমাদের হোয়াটস অ্যাপ ব্রডকাস্টে যুক্ত হতে ভুলবেন না। আর এই লেখাটি আপনার আশেপাশের লোকদের মাঝে প্রচার করতে ভুলবেন না।
ইউটিউবে এই বিষয়ের উপর আমার ভিডিও বক্তব্য (ইংরেজি) রয়েছে। আপনি চাইলে সেখানে তা দেখতে পারেন।
সবাইকে সালাম,
আওয়াইস নাসির
১৫ জুলাই, ২০২২ / ১৫ যুল-হিজ্জাহ ১৪৪৩ হিজরি
References